মোঃ আসাদুজ্জামান,বরগুনা
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে বরগুনায় ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে বরগুনা প্রেসক্লাব চত্বরে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। জেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফয়জুল মালেক সজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ- সাংগঠনিক সম্পাদক ফারজানা আক্তার মিতুসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি, যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে আমানউল্লাহ আমান বলেন, তরুণ প্রজন্মের অহংকার, দেশনায়ক তারেক রহমান এদেশের প্রকৃত উন্নয়ন, জনগণের গণতান্ত্রিক মুক্তি দিতেই ৩১ দফা রাষ্ট্র কাঠামো ঘোষণা করেছেন। তা বাস্তবায়নে আমরা কোটি কোটি জনতা মাঠে কাজ করবো।
তিনি বলেন, বিএনপি’র বিরুদ্ধে কোনদিনই এদেশের জনগণ রাজপথে নামেনি।
তিনি উপদেষ্টাগণের উদ্দেশ্যে বলেন, আপনারা সম্মানিত জন। আপনাদের সম্মান থাকতে জাতীয় নির্বাচন দিয়ে আপনাদের কাজে ফিরে যান।
তিনি বরগুনার বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরগুনায় যাকে মনোনয়ন দেবেন আমরা ঐক্যবদ্ধভাবে তা নির্বাচন করব। আমরা কখনোই দ্বিধাগ্রস্ত হবো না।