দক্ষিণ কেরাণীগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

আমাদের কণ্ঠ প্রতিবেদক

দক্ষিণ কেরাণীগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসীম আহম্মেদ নীরব’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। মঙ্গলবার গভীর রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগীতায় ডিএমপি ঢাকার শাহবাগ থানাধীন সেগুনবাগিচা এলাকায়  অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। র‌্যাব ১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান,ধৃত আসামীর বিরুদ্ধে ১৪ আগস্ট দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ইস্টার্ন বাজার এলাকায় বে-আইনী জনতাবদ্ধে আবদ্ধ হইয়া দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় ভীতিসৃষ্টির লক্ষে নিরস্ত্র জনতার উপর এলোপাথাড়ি আক্রমণ করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অমানবিক নির্যাতন ভাংচুর চালিয়ে নৈরাজ্যের সৃষ্টির অভিযোগ রয়েছে।

উক্ত ঘটনায় হামলার শিকার মোঃ বাসার আহম্মেদ বাদী হয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় এজাহার নামীয় ৩১৩ জন এবং অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জনের নামে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৬, তারিখ-১৫/০৮/২০২৪ খ্রি.; ধারা-১৪৩/১৪৭/৩৪১/  ১৪৯/ ৩২৩/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/৪২৭/৫০৬/৩৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ বিস্ফোরক উপাদানাবলী আইনের-৩/৪ রুজু করা হয়। উক্ত মামলার ১০ নং এজাহার নামীয় আসামী জসীম আহম্মেদ নীরব।  তার বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিসহ আরো একাধিক অভিযোগ রয়েছে বলে জানায় র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *