পহেলা বৈশাখের অনুষ্ঠানগুলোতে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে দেখতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি । এরই অংশ হিসেবে আজ (১৪ এপ্রিল) ভোরে নগরীর টিএসসি চত্বর ও শাহবাগ মোড়ে পহেলা বৈশাখের আয়োজনস্থল পরিদর্শন করেন তিনি। এছাড়াও নগরীর আবদুল গনি রোডস্থ পুলিশ কন্ট্রোল রুমও পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তিনি ডিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন বিষয় দেখেন এবং অফিসার ও ফোর্সদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।