নবাবগঞ্জে হেরোইনসহ ৫ মাদক কারবারী গ্রেপ্তার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শেখ লিটন আহামেদ, নবাবগঞ্জ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে হেরোইন, গাজা ও ইয়াবাসহ ৫ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার  উপজেলার বান্দুরা ইউনিয়নের সৈয়দপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গতকাল রবিবার বিকেলে এর প্রেস রিলিজের মাধ্যমে ঢাকা জেলা দোহার সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার খন্দকারহাটি এলাকার মকবুল শিকদার এর ছেলে নাজিম শিকদার (৫৫), নাজিম শিকদার এর ছেলে শহিদুল শিকদার (১৮), একই এলাকার হাবিবুর রহমানের ছেলে কাজল শেখ (৩২), জাকির তালুকদারের ছেলে ফয়সাল তালুকদার (৩০) ও সৈয়দপুর এলাকার মোঃ আলাউদ্দিনের ছেলে মোঃ মুন্না বেপারী (১৯)।

প্রেস রিলিজে সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম জানান, নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ ও যৌথ বাহিনীর অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা বান্দুরা ইউনিয়নের সৈয়দপুর এলাকার জনৈক সমেদ বেপারীর ছেলে ফিরোজ বেপারীর পরিত্যক্ত বসত বাড়ী থেকে গাজা, হেরোইন ও ইয়াবাসহ বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধারসহ ৫ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন মামলা দায়ের করে রবিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement