নরসিংদীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ  

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মো: আকরাম হোসেন, নরসিংদী

নরসিংদী  টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধ করে দেয়ার প্রতিবাদে  শিক্ষার্থীরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে সদর উপজেলার সাহেপ্রতাব বাসস্ট্যান্ডে এ অবরোধ করা হয়। এসময়  ইনস্টিটিউটের কয়েকশত শিক্ষার্থী প্ল্যাকার্ড হাতে নিয়ে মহাসড়কে অবস্থান করে ও স্লোগান দেয়। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন শত শত যাত্রী। মহাসড়কের সাহেপ্রতাবের দুই পাশে এ অবরোধের কারণে শত শত যানবাহন আটকা পড়ে। বেলা তিনটার দিকে জনদূর্ভোগের কথা চিন্তা করে আগামি ২৪ ঘন্টার মধ্যে তাদের দাবি মেনে নেয়ার আলটিমেটাম দিয়ে  শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

শিক্ষার্থীদের দাবি, তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় কলেজ স্থানান্তরিত করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা। কিন্তু উদ্যেশ্যমূলকভাবে নরসিংদী ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধ করে আগামী এক সপ্তাহের মধ্যে  টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে বলা হয়। এরকম হটকারি সিদ্ধান্ত শিক্ষার্থীরা মানতে রাজি নয়। শিক্ষার্থীদের দাবি নরসিংদী ইঞ্জিনিয়ারিং কলেজকে চালু রাখতে হবে। দাবি না মানা অবধি  ঢাকা- সিলেট মহাসড়ক অবরোধে তারা থাকবেন বলেও  জানান।

উল্লেখ্য, এর আগে উল্লেখিত শিক্ষার্থীরা মানববন্ধনসহ মহাসড়ক অবরোধ এবং তাঁতবোর্ড চেয়ারম্যানসহ অন্তত ১৫ কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছিলেন। নরসিংদী ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাছলিম হোসেন জানান, জনদূর্ভোগের বিষয়টি মাথায় নিয়ে ছাত্ররা বেলা তিনটার দিকে অবরোধ তুলে নেয়। ফলে যান চলাচল বর্তমানে স্বাভাবিক হয়েছে।

 

Advertisement
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement
Advertisement