নাচোলে চাঁদাবাজি মামলায় আওয়ামী লীগ নেতা আটক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চাঁদাবাজি মামলায় এক আওয়ামিলীগ নেতাকে আটক করেছে নাচোল থানা পুলিশ। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, উপজেলার নাচোল ইউপির বেনীপুর মৌজার হাল ৩ খতিয়ানভূক্ত ২২৪ দাগের ১.২৯(একর) জমিটি রাজশাহী সপুরা নিবাসী মৃত শাহ মুনসুরের ছেলে শাহ ফয়শাল অমিত দলিলমুলে দাবিদার। ওই জমিতে বর্ধাইচন্ডিপুর(হঠাৎপাড়া)গ্রামের মতিউর রহমান একটি কোচিং সেন্টার পরিচালনা করে আসছিলো।

নাচোল ইউপির ভেরেন্ডি গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেমসহ তার সহযোগীরা বিভিন্ন সময় মতিউর রহমানের নিকট চাঁদা দাবী করে আসছিলো। কিন্তু সে চাঁদা দিতে অস্বীকার করায় গত ২৭/১২/’২৪ তারিখ সকাল ১০ টার দিকে আওয়ামী লীগ নেতা জেম তার দলবল নিয়ে ওই কোচিং সেন্টারে ভাংচুর ও গচ্ছিত ইট লুটপাট করে নিয়ে যায় এবং মতিউরকে মারপিট করে।

এ বিষয়ে মতিউরের স্ত্রী রওশন আরা আসামীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। এরই প্রেক্ষিতে জেমকে আজ (২০ জানুয়ারি) আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

কোচিং সেন্টারের পরিচালক মতিউর রহমান জানান, আটক জেম ওই জমিটি কুক্ষিগত করতে আওয়ামিলীগ সরকারের সাবেক খাদ্যমন্ত্রী সাধন মজুমদারের প্রভাব খাটিয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূম)কে দিয়ে ইতিপূর্বে জাতীয়তাবাদী ছাত্রদলের ৮ জন নেত-কর্মীর বিরুদ্ধে হাট দখলের মিথ্যা মামলা দায়ের করান।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement