মোঃ আসাদুজ্জামান, বরগুনা
নারী শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও বিচারের দাবিতে আজ ১৬ মার্চ, রবিবার, বেলা ১১ টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সনাক-টিআইবির পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে বরগুনা জেলা মহিলা পরিষদ ও জাগোনারী কর্মসূচি পালন করেন।
আলোচনা করেন, সনাক সভাপতি মনির হোসেন কামাল, বরগুনা জেলা মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম, জাগোনারীর শুক্লা মুখার্জি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আনিসুর রহমান, সনাকের সহসভাপতি শামস উদ্দিন খান, সামাজিক প্রতিরোধ কমিটির আহবায়ক সুখরঞ্জন শীল, বরগুনা জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিনা আক্তার, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি গৌরাঙ্গ সিকদার শিবু, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব রায় ও সমাজসেবক তপন চন্দ্র দাস। আছিয়া হত্যা, বরগুনায় কিশোরী ধর্ষণের মামলা করায় বাবাকে হত্যার বিচারসহ ১১ দফা দাবিতে মানববন্ধন করা হয়।