নিষেধাজ্ঞা শেষ, জেলেদের সাগরে যাওয়ার প্রস্তুতি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

বরগুনা প্রতিনিধি :

সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ট্রলারে জাল টানছেন, কেউ ট্রলারে তেল‌ উঠাচ্ছেন, কেউ বাজার থেকে খাবার সহ নিত্যপণ্য আনছেন, কেউ আবার সকল কাজ শেষে ট্রলারের ধোঁয়া-মোছার কাজ করছেন। ‌ কথা বলার সময় নেই এখন‌ কারো কাছে।

সবার মুখে হাসি, আশায় বুক বেঁধে সাগরে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করছেন জেলেরা।এমন কর্মযজ্ঞ চলছে বরগুনার  উপকূলে জেলে পল্লীতে।

জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। এই নিষেধাজ্ঞার সময় প্ররত্যেক জেলেকে ২৫ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হয়।তবে জেলেদের অভিযোগ নিষেধককার সময় ভারতীয় জেলেরা মাছ ধরে নিয়ে যায় তারা। দেন আজ মধ্যরাত থেকে নদীতে সাগরে নৌকা ভাসাবেন জেলেরা।

জেলা  মৎস্য কর্মকর্তা  মহসিন বলেন, জেলেরা নিষেজ্ঞামেনেছে সরকারের বরাদ্দ অনুযায়ী জেলেদের সহায়তা দেওয়া হয়েছে। তবে জেলেদের তুলনায় বরাদ্দ কম। বরাদ্দ বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *