নূরানী তা’লীমুল কুরআন বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় ১৭তম স্থান অর্জন করেছে কলাপাড়ার ফারজানা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এস এম আলমগীর হোসেন কলাপাড়াঃ

নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রামের ২০২৪ সনের তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষায় মেধাতালিকায় ১৭তম স্থান অর্জন করেছে কলাপাড়া উপজেলার ছোট বালিয়াতলী তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ফারজানা।

সে মোঃ মোশারফের কন্যা। তার এই কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ তাকে সনদ প্রদান করা হয়।

এ বিষয়ে মাদ্রাসার পরিচালক মুহাম্মাদ আসাদুজ্জামান বলেন, “ফারজানার এই সাফল্য আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তার কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই আজ সে এই অবস্থানে পৌঁছেছে। আমরা আশা করি, সে ভবিষ্যতে আরও ভালো করবে এবং আল্লাহর কোরআন ও দীনের আলো ছড়িয়ে দেবে।”

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমের কারণেই প্রতিবছর ভালো ফলাফল অর্জিত হচ্ছে।

ফারজানার এই সফলতায় তার পরিবার, শিক্ষকমণ্ডলী ও সহপাঠীরা আনন্দ প্রকাশ করেছেন। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন সবাই।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement