নিজস্ব প্রতিবেদকঃ
পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকাল ৭টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আগামীকাল শুক্রবার ভোরের মধ্যে এটি উপকূলে আঘাত হানতে পারে।সমুদ্রের সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে।
কুয়াকাটা সৈকতে থাকা পর্যটকদের নিরাপদ স্থানে থাকতে মাইকিং করছে মহিপুর থানা পুলিশ ও ট্যুরিষ্ট পুলিশের সদস্যরা। বৃহস্পতিবার সকাল থেকেই সৈকতের জিরো পয়েন্ট সহ বিভিন্ন পয়েন্টে মাইকিং করে তারা। এসময় উত্তাল সমুদ্রের গোসলে থাকা অনেক পর্যটক নিরাপদে সরে যান। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে পর্যটকরা যাতে উত্তাল সমুদ্রে নামতে না পারে সেজন্য পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম।