পিরোজপুরে টানা বর্ষণে প্লাবিত নিম্নাঞ্চল

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

 

 

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:

 

সাগরে গভীর নিম্নচাপের ফলে পিরোজপুরে টানা বর্ষনে জনজীবন বিপর্যস্ত প্লাবিত নিম্নাঞ্চল। শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ৯৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। টানা বর্ষনে জেলার মঠবাড়িয়া, ভান্ডারিয়া ও ইন্দুরকানী উপজেলার নিম্নাঞ্চল দেড় থেকে দুই ফুট পানির নিচে প্লাবিত হয়েছে।

 

মঠবাড়িয়া উপজেলার সাপলেজা, খেতাচিড়া, বড়মাছুয়া, ছোটমাছুয়া, ভান্ডারিয়া উপজেলার চরখালী, তেলীখালী এবং ইন্দুরকানী উপজেলার সাঈদখালী চর, কালাইয়াসহ বেশ কয়েটি গ্রাম দেড় থেকে দুই ফুট পানিতে প্লাবিত হয়েছে। এতে আমনের ব্যাপক ক্ষতির আশংকা করছে কৃষকরা। এছাড়াও টানা বর্ষণে সাধারণ জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। দিনমজুর, রিক্সাচালক, ক্ষেতমজুর সহ নিম্নআয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় পিরোজপুর জেলায় ৯৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির ফলে জনজীবনে সমস্যা হচ্ছে। ফসলি জমি প্লাবিত হলেও ভাটার টানে পানি নেমে গেলে আমনের কোন ক্ষতি হবেনা। তবে পানি জমে থাকলে আমনের ক্ষতি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *