খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা এ উপলক্ষে পিরোজপুর পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করলেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো: হাফিজ মাহমুদ।
রবিবার দুপুরে শ্রী শ্রী সর্বজনীন উত্তর পাড়া মন্দির প্রাঙ্গনে এ মতবিনিময় সভা করেন তিনি। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
এ সময় তাঁর সাথে ছিলেন পিরোজপুরে দায়িত্বরত সেনাবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: আরিফুল ইসলাম (পিএসসি) এবং মেজর জাহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা কমিটির পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রীমতি দোলা গুহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পিরোজপুর জেলা শাখার সভাপতি বাবুল হাওলাদার, সাধারণ সম্পাদক এ্যাড: দিলিপ কুমার মাঝি, হিন্দু মহাজোট সভাপতি ডা: অরবিন্দ রায়, উত্তরপাড়া মন্দিরের সভাপতি চন্দ্র শেখর হালদার প্রমুখ।