পিরোজপুরে রাস্তার উপরে বাড়ি! যানবাহন চলাচলে দুর্ভোগ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:

এক জনের গোড়ামী হাজারো মানুষের দূর্ঘটনার কারন হয়ে দাড়িয়েছে পিরোজপুরের কাউখালী উপজেলার সড়ক ও জনপথ বিভাগের রাস্তার উপরের একটি বাড়ি। এ সড়কে যাতায়াতকারীদের জন্য মরন ফাঁদে পরিনত হয়েছে। ফলে এ স্থানে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। পিরোজপুরের সাথে নেছারাবাদ উপজেলার একমাত্র সড়ক যোগাযোগের রুটটি কাউখালী উপজেলার উপর দিয়ে চলে গেছে।

প্রতিদিন এ সড়ক দিয়ে চলছে হাজার হাজার মানুষ, অসংখ্য যানবাহন আর স্কুল-কলেজের শিক্ষার্থীরা। কাউখালী উপজেলার কচুয়াকাঠী বেইলী ব্রীজ সংলগ্ন রাস্তার প্রায় মাঝ বরাবর এ বাড়িটি থাকায় এ রুট যাতায়াতকারীদের জন্য মরন ফাঁদে পরিনত হয়েছে। রাস্তার অপর পাশ থেকে কি আসছে হঠাৎ করে তা দেখা না যাওয়ায় প্রায়ই ঘটছে দূর্ঘটনা। পঙ্গুত্বের স্বীকার হচ্ছেন অনেকে। এতো কিছুর পরেও কোন এক অলৌকিক কারনে বাড়িটি সরানো হচ্ছে না। অজানা থেকে যাচ্ছে প্রকৃত কারন। প্রকৃত কারন উদঘাটন করে বাড়িটি অপসারনের দাবী জানিয়েছে এ পথে যাতায়াতকারীরা। তবে এ বিষয়ে জানতে বাড়ির মালিকের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কথা বলাতে রাজি নন। এটি উচ্ছেদে সড়ক বিভাগের আগ্রহ থাকলেও মামলার কারনে সরাতে পারছেন না তারা। সড়ক ও জনপথ বিভাগ মালিককে বাড়িটি সরানোর অনুরোধ জানালেও বাড়ি মালিক মাওলানা নুরুল হক বলছেন আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। ফলে অপেক্ষার প্রহর গুনছে সড়ক ও জনপথ বিভাগ।

অটোচালক লিটন হোসেন বলেন, রাস্তার প্রায় মাঝখানে বিল্ডিং থাকার কারণে আমাদের অটো চালাতে খুবই সমস্যা হচ্ছে। সামনের অংশ আমরা দেখতে পাই না যার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এ সড়কে বাস ও ট্রাক ড্রাইভাররা জানান, বিল্ডিং এর কারনে আমাদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। সামনে কিছু না দেখতে পেরে যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে।

এ ব্যাপারে পিরোজপুরের সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, সকল জটিলতার অবসান ঘটিয়ে রাস্তার উপর থেকে বাড়িটি অপসারণের ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *