খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:
সচেতন, সংগঠিত সোচ্চার জনগোষ্ঠীই গনতন্ত্রের রক্ষাকবচ এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে পালিত হয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় সুজন জেলা কমিটির আয়োজনে পুরাতন কালেক্টরেট ভবনে জেলা সভাপতি মুনিরুজ্জামান নাসিম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“রাস্ট্র সংস্কারের মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার পরিবেশ সৃস্টি করুন” এই আহবানে জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আলম শেখ এর সঞ্চালনায় আলোচনা অংশ নেন সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল আকন, সনাক সভাপতি এম এ রব্বানী ফিরোজ, অধ্যাপক ঈশ্বর চন্দ্র দাস, প্রভাষক রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর মিনারা বেগম,নারী নেত্রী অপর্ণা হালদার, অধ্যাপক লুৎফর রহমান, ব্যাংক কর্মকর্তা ফিরোজ খান, ব্যবসায়ী ও সনাক সদস্য মহিউদ্দিন আকন, প্রভাষক আবু সুফিয়ান, সনাক সদস্য খায়জুরান দিরোজ, ব্যাংকার বশির আহমেদ খান প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, বর্তমান সরকার গঠিত সুজন সাধারন সম্পাদক বদিউল আলম সংস্কার কমিশনের মাধ্যমে স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনে সঠিক উপদেশ বাস্তবায়িত হলে এবং একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন হলে দেশ সত্যিকারের গনতন্ত্রের পথে এগিয়ে যাবে। সভায় টিআইবি, সনাক, ইয়েস সদস্য সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।