পিরোজপুর দুটি আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য পিরোজপুর জেলার ৩টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকাল ৯টায় ভান্ডারিয়ায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণা করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল।

দলটির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পিরোজপুর-২ (কাউখালী- ভান্ডারিয়া- নেছারাবাদ) আসনের প্রার্থী হলেন শামীম বীন সাঈদী। পিরোজপুর-৩  (মঠবাড়িয়া) আসনে প্রার্থী মঠবাড়িয়া জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল জলিল। এর আগে পিরোজপুর-১ (পিরোজপুর সদর- ইন্দুরকানী- নাজিরপুর) আসনে মাসুদ বীন সাঈদীকে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক টিমের সদস্য মো. ফখরুদ্দিন খান রাযী, জামায়াতের পিরোজপুর জেলা আমীর আধ্যক্ষ তোফাজ্জেল হোসেন ফরিদ, নায়েবে আমীন মাওলানা আঃ রব, সেক্রেটারি জেনারেল আধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি জেনারেল- ১ মাওলানা সিদ্দিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল- ২ মোখ আব্দুর রাজ্জাক, মঠবাড়িয়া  জামায়াতের আমীর আধ্যক্ষ শলিফ আব্দুল জলিল, ভান্ডারিয়া জামায়াতের আমীর মাওলানা আমীর হোসেন, কাউখালী জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলা, নেছারাবাদ জামায়াতের আমীর আবুল কালাম আজাদসহ চার উপজেলার দায়িত্বশীলগণ।

 

Advertisement
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement
Advertisement