প্রতিবেশিকে ফাঁসাতে হত্যা মামলা,পুলিশি পাহাড়ায় বিবাদী পরিবার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

গাইবান্ধা প্রতিনিধিঃ

প্রতিবেশিকে ফাঁসাতে হত্যা মামলা দায়ের , পুলিশি পাহাড়ায় বিবাদী পরিবার” এমন  ঘটনা ঘটেছে সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তরাম গ্রামে।

মামলা সুত্রে জানা যায়,রফিকুল ইসলাম গং এর সাথে দীর্ঘদিন থেকে আব্দুল মজিদ (সাবেক ইউপি চেয়ারম্যান) গং এর  জমি -জমা নিয়ে বিরোধ চলে আসছিল।এর সুত্র ধরে গত ১৬ মার্চ ২০২৫ খ্রী.বিকাল আনুমানিক সাড়ে ৫ টার দিকে রফিকুলের জ্যাঠাতো ভাই জাহিদুলের ঝগড়া বাঁধে। বাদির মা ছবিরান বেগম(৬৫) নিষেধ করলে পূর্বের শত্রুতার জের ধরে আব্দুল মজিদের হাতে থাকা লোহার রডের আঘাতে ছবিরন বেগম অসুস্থ হয়ে পড়েন। পরবতীতে তাকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে রেফার্ড করে রংপুর  মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করান। গত ১৭ মার্চ ২০২৫ খ্রী. চিকিৎসাধীন অবস্থায়  ছবিরন বেগম মৃত্যু বরণ করেন।

সরেজমিনে জানা যায়,আব্দুল মজিদ গং এর সাথে দীর্ঘদিন থেকে জমি- জমা নিয়ে  রফিকুল গংদের বিরোধ চলছিল।এরই সুত্র ধরে গত ১৬ মার্চ দুপুরে  জগড়া – বিবাদ হলে পরে তা মিটে যায়। বয়স্ক ছবিরন বেগম দীর্ঘ দিন থেকে শ্বাসকষ্ট ও উচ্চ রক্ত চাপে ভুগছিলেন।বিকাল অনুমানিক ৫ টার দিকে উচ্চ রক্ত বাড়লে প্রথমে তাকে স্থানীয় পল্লী চিকিৎসক হায়দার আলীকে বাড়িতে ডাকেন রোগীর অবস্থা আশঙ্কা জনক দেখে তিনি সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পরামর্শ দেন।

রফিকুল ইসলাম তার মাকে নিয়ে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করালে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছবিরন মারা যান। মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছামাত্রই রফিকুল গং আব্দুল মজিদ গংদের বাড়ি ভাংচুর করে ও তাদেরকে রুমে অবরুদ্ধ করে রাখে।পরে পুলিশ সংবাদ পেয়ে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে  যায়। বিবাদী পরিবার ও বাড়ি -ঘর বর্তমানে পুলিশ পাহাড়ায় আছে। পুলিশ চলে গেলে যে কোন সময় বাদি পরিবার বিবাদির বাড়ি ঘর ভাংচুর,গরু ছাগল,আসবাবপত্র, ব্যবহৃত যানবাহন ও প্রয়োজনীয় জিনিসপত্র   লুটপাট করতে  পারে এমটা শঙ্কা বিবাদী পরিবারের।

পল্লী চিকিৎসক হয়দার আলী বলেন,বিকাল আনুমানিক পাঁচটার দিকে রফিকুলের মার অসুস্থের সংবাদ পেয়ে আমি তাদের বাড়িতে যাই,গিয়ে দেখি ছবিরন বেগমের প্রচুর শ্বাস কষ্ট ও হাই পেসার।আমি শ্বাস কষ্টের কারণে হাইপেসারের চিকিৎসা না দিয়ে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেই।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আব্দুল হাকিম আজাদ বলেন,এঘটানায় মামলা হয়েছে সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে।তদন্ত চলামান।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement