দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবিপার্টি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল।
সোমবার (১৭ মার্চ) ফেনী শহরের ক্রাউন ওয়েষ্ট রেষ্টুরেন্টে আমার বাংলাদেশ পার্টি -এবি পার্টি ফেনী পৌর শাখার ইফতার মাহফিলে তিনি এমন মন্তব্য করেন।
এবিপার্টি ফেনী পৌর শাখার আহবায়ক আবুল কালাম আজাদ সেলিমের সভাপতিত্ব সদস্য সচিব অধ্যাপক রেজওয়ানুল খায়েরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবিপার্টি ফেনী জেলা শাখার আহবায়ক মাষ্টার আহছান উল্যাহ,অধ্যাপক ফজলুল হক।
এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টি ফেনী জেলার সিনিয়র যুগ্ম-আহবায়ক জিল্লুল্লাহিল বাকি আফলাতুন, যুগ্ম আহবায়ক মোতাহের হোসেন বাহার, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল,অর্থ সম্পাদক শাহিন সুলতানি, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সাজু, সমাজ কল্যাম সম্পাদক এবি সিদ্দিক, প্রচার সম্পাদক সাংবাদিক হাবীব মিয়াজী, নারী নেত্রী জাহানারা আক্তার মনি,নাজরানা হাফিজ চৌধুরী অমলান, ফেনী পৌর শাখার যুগ্ম সদস্য সচিব কাজী জাহাঙ্গীর আলম লিটন, এবি যুবপার্টির ফেনী জেলার আহবায়ক শফিউল্যাহ পারভেজ, সদস্য সচিব এসএম ইব্রাহিম সোহাগ, সোনাগাজী উপজেলা শাখার আহবায়ক ওয়াসির রহমান খসরু,পৌর শাখার অন্যতম নেতা ফখরুল আলম মুরাদসহ জেলা এবং অন্যান্য উপজেলার নেতৃবৃন্দ।