প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য সংরক্ষণে জন্য ‘সার্ভার স্টেশন’ উদ্বোধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

 

প্রাথমিক শিক্ষার নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা অর্জন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিশাল তথ্য ভাণ্ডারের সুষ্ঠু সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, নিরাপদ সেবা প্রদান, অধিদপ্তরের অংশীজনদের জন্য অনলাইন সেবা কার্যক্রম সম্প্রসারণ, অধিদপ্তরের সংরক্ষিত তথ্যের নিরাপদ সংরক্ষণ ও ব্যাকআপ সার্ভিস নিশ্চিত করনের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ‘সার্ভার স্টেশন’ চালু করা হয়েছে। এ

ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অডিটরিয়ামের আধুনিকায়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সার্ভার স্টেশনটি নির্মাণে ব্যয় হয়েছে ২৩ কোটি টাকা এবং অডিটরিয়ামটির আধুনিকায়নে ব্যয় হয়েছে ৯৭ লাখ টাকা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার রোববার (১৩ এপ্রিল) ঢাকার মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এ দুটি কাজের উদ্বোধন করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক  আবু নূর মোঃ শামসুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।

উপদেষ্টা পরে আধুনিকায়নকৃত অডিটরিয়ামে ৪১ তম বিসিএস নন-ক্যাডার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানকৃত প্রধান শিক্ষকগণের ওরিয়েন্টেশনে সমাপনী বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ৪১ তম বিসিএস নন-ক্যাডার থেকে ১৫১জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement