মোঃ আসাদুজ্জামান ,বরগুনাঃ
পলিথিন ব্যাগের মূল উপাদান সিনথেটিক পলিমার তৈরি হয় পেট্রোলিয়াম থেকে। এই বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ তৈরিতে প্রতি বছর পৃথিবীজুড়ে মোট খনিজ তেলের ৪ শতাংশ ব্যবহৃত হয়। পলিথিন ও প্লাস্টিক পরিবেশ সুরক্ষায় চরম বাধাগ্রস্ত। এতে বিশ^ব্যাপী উদ্বেগ ও উৎকন্ঠার যেমন শেষ নেই, তেমনি প্রচার-প্রচারণা ও গবেষণারো অন্ত নেই। কিন্তু সচেতনতা ও নিজেকে না শুদ্রানোটাই পরিবেশ বিপর্যস্তের মূল কারণ বলে ধারণা পরিবেশবাদীদের। কেবল নানা দিবস আর আলোচনা সভাকে কেন্দ্র করে বিপুল পরিমান প্লাস্টিক পানির বোতল টেবিলে সাজানো থাকে। যা কোননা কোনোভাবে খাল-বিল-নদী-নালাতে গিয়ে মিশে মাছ উৎপাদন ও অন্যদিকে ফসল উৎপাদনে একটি বড় বাঁধা হয়ে দাঁড়ায়। তাই এই প্লাস্টিক ও পলিথিন বিষয়ে সাধারণ মানুষ, শহরতলী ও শহরে বসবাস করা মানুষগুলোকে সচেতন করতে ‘বাঁচাই সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক দূষণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুন্দরবন ও গোটা দেশের গ্রামীণ অবগাঠামোগত পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে সুন্দরবন প্রকল্প। জার্মান কোঅপারেশন এর আর্থিক সহায়তায় ও হেলভেটাস জার্মাানী এর কারিগরি সহযোগিতায় রূপান্তর’র বাস্তবায়নে প্রকল্প শীর্ষক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বরগুনা সুন্দরবন সাংবাদিক ফোরাম’র আহ্বায়ক লোকবেতার ৯৯.২ এর পরিচালক মনির হোসেন কামাল’র সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে অংশগ্রহণ করেন- জেলা এনজিও ডেভেলপমেন্ট ফোরাম’র সভাপতি জাকির হোসেন মিরাজ, সুন্দরবন যুব ফোরাম’র সদস্যবৃন্দ, বিডিক্লিন, টিআইবি, জেলে, মৌয়াল, বনজীবি, শিক্ষক প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় সুন্দরবন প্রকল্পের বরগুনা জেলা সমন্বয়কারী অনুপ রায় ও রূপান্তর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মো: খলিলুর রহমান উপস্থিত ছিলেন। সভায় মুক্ত আলোচনায় দেশের পরিবেশ সুরক্ষা এবং ফসল ও মৎস্য সম্পদ বৃদ্ধি করতে প্লাস্টিক ও পলিথিন বন্ধে করণীয় বিষয়ে বিভিন্ন সুপারিশ করা হয়। যা সংশ্লিষ্টদের কাছে উপস্থাপনের মধ্য দিয়ে প্রকল্পের কাজকে বাস্তবে রূপদান করা হবে।
একই বিষয়ের উপরে শনিবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে পেশাজীবী জেলেদের নিয়ে বরগুনা প্রেসক্লাব’র হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরগুনা জেলা নাগরিক প্লাটফর্ম’র সভাপতি চিত্ত রঞ্জন শীল এর সভাপতিত্বে ও বরগুনা সুন্দরবন সাংবাদিক ফোরাম’র আহ্বায়ক লোকবেতার ৯৯.২ এর পরিচালক মনির হোসেন কামাল’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা এনজিও ডেভেলপমেন্ট ফোরাম’র সভাপতি জাকির হোসেন মিরাজ। এসময় সুন্দরবন প্রকল্পের বরগুনা জেলা সমন্বয়কারী অনুপ রায় ও রূপান্তর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মো: খলিলুর রহমান উপস্থিত ছিলেন।