নিজস্ব প্রতিবেদকঃ
ফেনীতে মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র ফেনী’র “অহংকারের একুশ” বৃন্দ আবৃত্তি প্রযোজনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অমর একুশের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আলাপনের কবিতাটি পরিবেশিত হয়।
“বায়ান্নর ভাষা আন্দোলন, অমর একুশে ফেব্রুয়ারি পটভূমি, গর্বের একুশ ও বাংলা ভাষার অপব্যবহার” কে নিয়ে রচিত “অহংকারের একুশ” কবিতাটির গ্রন্থনায় ও নির্দেশনায় ছিলেন আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র ফেনী’র সাধারণ সম্পাদক নাজমুল হক শামীম। ৬ মিনিটের প্রযোজনা “অহংকারের একুশ” কবিতায় সংগঠনের নতুন ও পুরনো মিলিয়ে ১৫ জন সদস্য অংশগ্রহণ করেছে।
একুশের এই চেতনা বুকে ধারণ করে আবৃত্তিতে অংশ নিয়েছেন মাঈশা বিনতে ফেরদৌস, সম্পূর্ণা সাহা, ইবসার নাওয়ার, মালিহা তারান্নুম, সীমান্ত দাস, তাহামিদ আনজুম জামান, জেরিন তাসনিম মাইশা, আরিশা জামান, অর্ক দত্ত, মুনিসা রীথিমা, রাইসা মানহা, অনুদিতা দাস ও দিপা দাস।
আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক নাজমুল হক শামীম জানান, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র ফেনী চলতি বছর ৩১ এ পদার্পণ করেছে । সংগঠনে বর্তমানে একঝাঁক তরুণ ও অর্ধশতাধিক শিক্ষার্থী নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে।
আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সভাপতি কবি মনজুর তাজিম বলেন, ফেনীর ঐতিহ্যবাহী পুরোনো এই সংগঠনটি প্রতিনিয়ত সরকারী ও বেসরকারী অনুষ্ঠানে অংশ নিচ্ছে। আমাদের নিজস্ব প্রযোজনাও নিয়মিত হচ্ছে। জেলার অন্য সংগঠনগুলোও আমাদের কর্মকান্ডে সহযোগীতা করে যাচ্ছে।