ফেনী জেনা প্রতিনিধিঃ
ফেনীতে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বুরো বাংলাদেশ নামের এক এনজিও সংস্থা।
সোমবার বিকালে শহরের জি.এ একাডেমি স্কুল মাঠে ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন।
বুরো বাংলাদেশের ফেনী জেলা আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ সোলেমান মনসুরের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা, বুরো বাংলাদেশের চট্রগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোঃ আব্দুস ছালাম,জি,এ একাডেমি হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।