ফেনীতে ৮ লক্ষ ঘনফুট বালু জব্দ করেছে বিজিবি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

 

ফেনীতে ভারত সীমান্ত এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ফেনী জেলা প্রশাসক কর্তৃক টাস্কফোর্স অভিযান পরিচালনা করে প্রায় ৩ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ৮ লক্ষ ঘনফুট অবৈধ বালু জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি।

শনিবার (২৬ এপ্রিল) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ মজুমদারহাট এলাকার সীমান্ত হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফেনী জেলা প্রশাসক এর নির্দেশনায় পরশুরাম উপজেলাধীন মহুরী নদীর পশ্চিম এবং পূর্ব পাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ফেনী জেলার এডিসি ফাহমিদা হক এর নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে।

এ অভিযানে ৮ লক্ষ ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়। জব্দকৃত বালুর আনুমানিক মূল্য ৩ কোটি ২০ লক্ষ টাকা।

বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,  সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধসহ সীমান্তবর্তী নদী হতে বালু উত্তোলনের ফলে সংশ্লিষ্ট এলাকা সমূহ ক্ষয়ক্ষতি রোধকল্পে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে যেকোন আইনানুগ ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান সহ ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) নিয়মিত অভিযান কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

উক্ত টাস্কফোর্স অভিযানে পরশুরাম উপজেলার ইউএনও এবং ২ জন ম্যাজিস্ট্রেট, বিজিবি ১০ জন, পুলিশ ১৫ জন এবং ৭ জন ব্যাটালিয়ন আনসার সদস্য অংশগ্রহণ করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement