ফেনী প্রতিনিধিঃ
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনে নিজকালিকাপুর বিওপির টহল দল সোমবার (২০ জানুয়ারি) পরশুরাম উপজেলার সীমান্ত পিলার ২১৫৯/১-এস বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব নিজকালিকাপুর নামক স্থান হতে আফ্রিকান সুদানী নাগরিক এসলাম (২৬), স্বামী- মোহাম্মেদ হামেদ, পিতা- আব্দুল রহিম, কে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ কালে বিজিবির টহল দল আটক করে।
আটককৃত ব্যক্তির কাছে তার ব্যবহ্নত ১টি মোবাইল ফোন, ১০০ ইউএস ডলার ০১ টি, ভারতীয় ২০ রুপি ০১ টি, ভারতীয় ১০ রুপি ০১ টি এবং ব্যবহৃত কাপড়সহ ব্যাগ ০২ টি সহ ফেনী জেলার পরশুরাম থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ইতোমধ্যে একই এলাকা হতে গত ০৭ নভেম্বর ২০২৪ তারিখে ইথিওপিয়ান নাগরিক এবং ২৯ ডিসম্বের ২০২৪ তারিখ নাইজেরিয়ান নাগরিককে বিজিবি আটক করতে সক্ষম হয়। স্থানীয় মানব পাচার চক্র এই কাজে নিয়োজিত আছে বলে যে তথ্য পাওয়া গিয়েছে তা পরশুরাম থানায় অবগত করা হয়েছে।
ফেনী বিজিবির অধিনায়ক জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।