বরগুনা প্রতিনিধিঃ
১৯৭০ সালের ১২ নভেম্বরকে রাস্ট্রীয় ভাবে উপকুল দিবস ঘোষনার দাবী জানিয়েছে বরগুনার উপকুলের জনগন। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যার পর বরগুনা নাথপট্রি লেকে ‘উপকুল রক্ষায় আমরা’ নামের সংগঠন মোমবাতিপ্রজ্বলন, ও স্মৃতিচারন সভার আয়োজন করে।
সাংবাদিক চিত্ত রঞ্জন শীলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সমাজ সেবক ও সাংবাদুক হাসান ঝন্টু,সিপিবির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, সাংবাদিক আরিফ রহমান, আতিকুর রহমান সাবু প্রমূখ।
তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) দক্ষিণাঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড়। এ পর্যন্ত রেকর্ডকৃত ঘূর্ণিঝড়ের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় এবং এটি সর্বকালের সবচেয়ে ভয়ংকরতম প্রাকৃতিক দুর্যোগের একটি। এ ঝড়ের কারণে প্রায় ১০ লাখ মানুষ প্রাণ হারায়। ৭০ সালের ঝড় ও বন্যার এই দিন্টিকে স্মৃতিচারণ করে উপকূল দিবস হিসেবে দাবি করেন।
একই দাবীতে বরগুনার পাথরঘাটায় আজ সকালে একই দাবীতে পাথরঘাটা ও তালতলিতে পৃথক পৃথক সমাবেশের আয়োজন করা হয়।