বরগুনা প্রতিনিধিঃ
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বরগুনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াত। আজ মঙ্গলবার আছর নামাজ বাদ জেলা জামায়াতের উদ্যোগে বরগুনা সদরঘাট মসজিদের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ এবং পরে মিছিল বের করা হয়।
কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি সংবলিত ফেস্টুন নিয়ে মিছিল করেন তারা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বরগুনা জেলা জামাতের আমির অধ্যাপক মহিব্বুল্লা হারুন, জেলা সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন প্রমুখ।