মোঃ আসাদুজ্জামান:
আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বরগুনায় মংগলবার বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো, সকাল ৭ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাড়ে ৭ টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পন।
সাড়ে ১০ টায় কেক কাটা এবং ১১ টায় এক বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির, হুমায়ুন হাসান শাহিন, বিএনপি নেতা তালিমুল ইসলাম পলাশ সভাপতিত্ব করেন, জেলা তাতী দলের সভাপতি মাসুম কাজি,, পরিচালনা করেন জেলা তাতী দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান।