মোঃ আসাদুজ্জামান, বরগুনা
আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৫ উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় বিজয়গাঁথা। অগ্নিঝরা মার্চে শুরু হওয়া দীর্ঘ ৯ মাসের শসস্ত্র যু্দ্ধে অপরিসীম আত্নত্যাগ ও অসীম বিরত্ব প্রদর্শনের মাধ্যমে যারা স্বাধীনতা অর্জনে গৌরবোজ্ব্যল ভুমিকা রেখেছেন তাদের স্মৃতি ও ত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা বিনিময়ে তাৎপর্যপূর্ণ এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসুচীর আলোকে
বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে -সকাল ৬ টায় বরগুনা শহীদ মিনার ও গনকবরে শহীদের স্মরনে পুষ্পস্তবক অর্পন ও শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে
শহিদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনাসহ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন আয়োজনের মাধ্যমে বরগুনায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। সকাল ৯টায় বরগুনা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা’র সুযোগ্য জেলা প্রশাসক জনাব, মোহাম্মদ শফিউল আলম, পুলিশ সুপার জনাব,মোহাম্মদ ইব্রাহিম খলিল,, বরগুনা জেলার সকল কর্মকর্তা,মুক্তিযুদ্ধ বরগুনা প্রেসক্লাব সাংবাদিক সহ অন্যান্য শ্রেণি-পেশার মানুষ।