বরিশালে অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেফতার ১৬

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

বরিশাল জেলা প্রতিনিধি:

অপারেশন ডেভিল হান্টের অভিযানে বরিশালে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিনভর নগরীর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

বরিশাল জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে আগের থেকেই বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ রয়েছে এবং তারা বেশ কিছু মামলার আসামি। তাদের বিরুদ্ধে এসব মামলার তদন্ত চলমান।

তিনি জানান , আমরা বরিশাল নগরী ও জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করেছি। এদের মধ্যে ১১ জন বরিশাল জেলার বিভিন্ন অঞ্চলের এবং ৫ জন বরিশাল নগরীতে আটক হয়েছেন।

পুলিশ সুপার শরিফ উদ্দিন জানান, দেশের সার্বিক পরিস্থিতি শান্ত রাখার জন্য আমাদের অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে। বিশেষ করে, যারা দেশে অস্থিরতা তৈরি করতে পারে তাদের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। আমরা আশা করি এই অভিযান দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হবে।

এছাড়া বিকেলে বরিশাল নগরীর রসুলপুর কলোনী এলাকায় যৌথ বাহিনী অস্ত্র উদ্ধারের জন্য একটি বিশেষ অভিযান পরিচালনা করে। সেখানে মাদক ব্যবসায়ী উজ্জ্বলকে ইয়াবাসহ আটক করা হয়েছে। যৌথ বাহিনীর সদস্যরা জানান, আটক করা মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি বহুদিন ধরে পুলিশের নজরদারির অধীনে ছিলেন। তার কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ এবং অন্যান্য মাদক সামগ্রীর মাধ্যমে এর ব্যবসায়িক কর্মকাণ্ডের পরিসর বুঝতে পারা যাচ্ছে।

এই অভিযানটি সেনাবাহিনী, পুলিশ এবং র‌্যাবের সমন্বয়ে পরিচালিত হয়েছিল। পুলিশ সূত্রে জানা যায়, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং দেশের যে কোনো স্থান থেকে অবৈধ কার্যক্রম বন্ধ করার জন্য তাদের প্রচেষ্টা চালিয়ে যাবে।

 

Advertisement
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement
Advertisement