হারুন-অর-রশিদ বাবু, রংপুর:
বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হত্যাচেষ্টা মামলার বহুল আলোচিত আসামি, রংপুরের ব্যবসায়ী লিপি খান ভরসাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান। এজাহার সুত্র জানাগেছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে চলাকালে আওয়ামী গুন্ডা বাহীনির দ্বারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলোতে সাধারন ছাত্র বিশেষ করে ছাত্রীদের উপর অমানবিকভাবে নির্যাতনের ভিডিও চিত্র অনলাইন মাধ্যমে ছড়িয়ে পরলে, সারা দেশের ছাত্র জনতা আন্দোলনে সরাসরি অংশগ্রহন করে। তারই ধারাবাহিকতায় রংপুরে আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে সিটি বাজারের সামনে অবস্থান নেন।
এ সময় পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে তাদের ওপর গুলি চালায়। এতে গুলি লেগে একাধিক নিহতসহ অনেকেই আহত হন। এ ঘটনায় গত ১৩ নভেম্বর রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় গুলিবিদ্ধ মামুনুর রশিদ মামুন বাদী হয়ে একটি হত্যাচেষ্টার মামলা করেন। ব্যবসায়ী লিপি খান ভরসা এ মামলার এজাহারনামীয় ১৭৯ নম্বর আসামি।
এর আগে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক উপকমিশনার মোহাম্মদ শিবলী কায়সারের বিরুদ্ধে, রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক অমিত বণিকের মাধ্যমে তার কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবীর অভিযোগ করেন তিনি। তার অভিযোগের ভিত্তিতে পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শিবলী কায়সারকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। গত (১৫ মার্চ শনিবার) বিকেলে এ সংক্রান্ত একটি স্মারক জারি করে পুলিশ সদর দফতর।স্মারকসুত্রে বলা হয়, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শিবলী বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে রোববার (১৬ মার্চ) পুলিশ সদর দফতরে রিপোর্ট করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১১ মার্চ পুলিশ কর্মকর্তা শিবলী কায়সার এবং ব্যবসায়ী অমিত বণিকের বিরুদ্ধে চাঁদার বিনিময়ে হত্যাচেষ্টা মামলার থেকে আওয়ামী লীগ নেত্রী লিপি খানের নাম বাদ দেয়ার বিষয়ে একটি অভিযোগ আসে। অভিযোগে একটি অডিও ক্লিপ সংযুক্ত করা হয়। সেখানে ব্যবসায়ী অমিত বণিক ও লিপি খানের কথোপকথন শোনা যায়। অমিত বণিককে বলতে শোনা যায় উপ-পুলিশ কমিশনার শিবলী কায়সারকে ১০ লাখ টাকা দিলে লিপি খানের নামে মামলা থাকবে না। এ ঘটনায় গত ১১ মার্চ শিবলী কায়সারের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তর, মহানগর পুলিশ কমিশনার ও সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ করেন লিপি খান।
পরে ১৩ মার্চ এ ঘটনায় আসামি লিপি খানের ম্যানেজার পলাশ খান মেট্রোপলিটন কোতয়ালী থানায় ওই পুলিশ কর্মকর্তা ও ব্যবসায়ীর অমিতের নামে চাঁদাবাজির মামলার করতে যায়। এ সময় পুলিশ কর্মকর্তা শিবলী কায়সার পলাশকে থানার ভিতরে বেধড়ক মারপিট করেন। এছাড়াও গুলির চেষ্টা করেন এবং মামলা থেকে নিজের নাম বাদ দিতে বাধ্য করেন। এই ঘটনায় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শিবলী কায়সারের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন পলাশ।
মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আমাদের কন্ঠকে বলেন, হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি লিপি খান ভরসাকে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার পরবর্তী তাকে গুলশান থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে রংপুরে এনে আদালতে হাজির করা হবে।