আমাদের কন্ঠ প্রতিবেদক:
পটুখালী জেলার বাউফল উপজেলাধিন মাধবপুর ইউনিয়নের এক দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী মো.আল আমিন হাওলাদারকে সম্মাননা প্রদান করেছে কেরাণীগঞ্জস্থ পটুয়াখালী জেলা সমিতি। গতকাল এ সংগঠনটি তাদের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করে সম্মানিত ও সহযোগিতা প্রদান করে।
জানাযায়, আল-আমিন ২০২৪ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে অত্যন্ত কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়ে জাতীয় মেধায় ১১৭তম স্থান লাভকরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায়। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তাকে খুঁজে বের করে কেরাণীগঞ্জস্থ পটুয়াখালী জেলা সমিতি। ফলে মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ কেরাণীগঞ্জের এ সামাজিক সংগঠনটি তখন আল-আমিনের পাশে দাড়িয়ে তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে তাকে সম্মানিত করে।
উল্লেখ্য যে, আল-আমিন হাওলাদার একেবারে তৃণমূল থেকে উঠে আসা এক দরিদ্র পরিবারের সন্তান। যে কিনা তার বাবার সাথে সামান্য চা-পুরির দোকানে কাজ করেও পরাশোনা চালিয়েগেছেন। তাইতো তার এ কৃতিত্বে পুরো দেশবাসী আজ আনন্দিত ও অনুপ্রাণীত।