বাজারে সিন্ডিকেট করে জনদুর্ভোগ সৃষ্টি করলে প্রতিহত করা হবে: মহসিন মিয়া মধু

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শ্রীমঙ্গল (মৌলভীবাজার)প্রতিনিধি:

ন্যাশনাল টি কোম্পানির পরিচালক, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার  জেলা বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধু বলেছেন, ‘আসছে পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় ব্যবসায়ীদের সজাগ থাকতে হবে। বাজার সিন্ডিকেট করে কেউ জনদুর্ভোগ সৃষ্টি করলে’ ছাড় দেওয়া হবে না জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে। এজন্য তিনি মানব কল্যাণে সকল কাজে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানান।

গতকাল শনিবার রাত ৯টায় আসছে পবিত্র রমজান মাসে বাজারে দ্রব্যমূল্যর উর্দ্ধগতি নিয়ন্ত্রণ, যানজট নিরসন, চুরি ডাকাতি ও সন্ত্রাসী তৎপরতা নির্মুলসহ সরকারের বিভিন্ন কর্মকান্ডে সহযোগীতার লক্ষে শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন শৃংখলা নিয়ন্ত্রনে প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতার আহবান জানিয়ে তিনি বলেন, এতে করে শ্রীমঙ্গলবাসী শান্তিতে থাকতে পারবেন। তাদেরকে সহযোগিতা করলে দেশকে সহযোগিতা করা হবে। ড. ইউনুস এর সরকার কোনো দলীয় সরকার নয়, সকলের সরকার। তারা জনগনের জন্য কাজ করে যাচ্ছে। আমরা সরকারের কর্মকান্ডকে সহযোগিতা করতে চাই। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের সমালোচনা করব- কিন্তু এই সরকারকে ব্যর্থ হতে দেবো না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোন ব্যক্তির দ্বারা দল কিংবা দেশ ক্ষতিগ্রস্থ হলে শুধু বহিষ্কার নয় তাকে চিহ্নিত করা হবে। দলের নাম ভাঙ্গিয়ে কেউ সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হলে, বিশৃঙ্খলা সৃষ্টি করলে, সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাটের সাথে জড়িত থাকলে তাদের প্রতিহত করা হবে। তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার জন্য সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুর রহমান জরিপ, যুগ্ম আহবায়ক খন্দকার আবুল মঈন গোফরান তারেক, এমদাদুল হক, এম এ কাইয়ুম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিল্লাদ হোসেন মিরাশদার, যুগ্ম আহবায়ক সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, পৌর  বিএনপির আহবায়ক কমিটির সদস্য সেলিম মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য সাবেক পৌর কাউন্সিলর মীর এম এ সালাম, আলকাছ মিয়া, সিনিয়র সাংবাদিক কাউছার ইকবাল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সভাপতি আ.ফ.ম আব্দুল হাই ডন, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন, সাংবাদিক এম এ রকিব, বিশ্বজিৎ ভট্টচিার্য বাপন, সাইফুল ইসলাম, সৈয়দ সালাউদ্দিন, রুবেল আহমেদ,অরবিন্দু দেব প্রমুখ।

Advertisement
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement
Advertisement