নিজস্ব প্রতিবেদক:
ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন(ডিইউজে) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৬ মার্চ) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী ,ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিইউজে সভাপতি মো: শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলমসহ সংগঠন দু’টির অন্যান্য নেতা ও সদস্যরাও উপস্থিত ছিলেন।
ইফতারের আগে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে এক মোনাজাত দেশ ও পৃথিবীর সবার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।