নিজস্ব প্রতিবেদক
২০০৯ সালের লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবীন সবার নজরে আসেন। নাটক, বিজ্ঞাপনচিত্র, ফটোশুটে নিয়মিত কাজ করেন। কাজের মধ্য দিয়ে মেহজাবীন সমসাময়িকদের তুলনায় এগিয়ে যান পান জনপ্রিয়তা, হয়ে ওঠেন দর্শকের প্রিয়মুখ। নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেম করছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
আদনান আল রাজীব পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার। তবে প্রেমের সম্পর্ক নিয়ে দুজনের কেউই প্রকাশ্যে সেভাবে কথা বলতে চাননি। ২০১৯ সালে রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণি বিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপরই তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। পরবর্তীতে এই জুটিকে কখনো কক্সবাজার আবার কখনো দেশের বাইরেও ঘুরতে দেখা গিয়েছে। বিভিন্ন সময় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ব্যক্তিগত জীবনের এ প্রসঙ্গ এড়িয়ে যান। এবার সেই সম্পর্ককেই বিয়েতে রূপ দিচ্ছেন এই জুটি।
তাদের একাধিক ঘনিষ্ঠজন বিয়ের খবরটি নিশ্চিত করেছেন। চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন তারা। সবকিছু ঠিক থাকলে, আগামী ২৪ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন মেহজাবীন ও রাজীব। এর একদিন আগে ২৩ ফেব্রুয়ারি সম্পন্ন হবে গায়ে হলুদ। ঢাকার অদূরের এক রিসোর্টে নাকি চলছে বিয়ের আয়োজন।