নিজস্ব প্রতিবেদকঃ
বৈদ্যুতিক সংযোগে ব্যবহৃত উন্নত মানের তার তৈরিতে নিরাপদ ও বিশ্বস্ত ব্র্যান্ড বিআরবি ক্যাবলস। তারা লো-ভোল্টেজ ,হাই ভোল্টেজ, টেলিকমিউনিকেশন, মেরিন ও অপটিকাল ফাইবার ক্যাবলস ইত্যাদি আরো অনেক তারের পন্য উৎপাদন করে বাজারজাত করেন। এছাড়াও বিআরবি পলিমার লিমিটেড, বিআরবি এনার্জি লিমিটেড, বিআরবি সিকিউরিটিস লিমিটেড, বিআরবি হসপিটালস লিমিটেড সহ আরো অনেক সংযুক্ত কোম্পানি পরিচালনা করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব আলহাজ্ব মজিবর রহমান। জনসাধারণ প্রায় ৪৬ বছর যাবত এই প্রতিষ্ঠানের বৈদ্যুতিক তারের প্রতি ভরসা করছেন। তারা জনসাধারণের ভরসা কেন্দ্র করে দীর্ঘ সময় যাবৎ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কারণ, বৈদ্যুতিক সংযোগে নিরাপদ তারের ভুমিকা অপরিসীম তাই বৈদ্যুতিক সংযোগে উন্নত মানের তার ব্যবহার না করলে অথবা নিরাপদ সংযোগ না হলে তাতে আমাদের জীবনে ঘটতে পারে বিপদজনক দুর্ঘটনাসহ মৃত্যুর আশংকা। বাজার থেকে বৈদ্যুতিক তার ক্রয়ের সময় সাধারণ মানুষ বিআরবি ও অন্যান্য বিশস্ত প্রতিষ্ঠানের উপর ভরসা করেন। কিন্তু বিআরবি ক্যাবলস প্রতিষ্ঠান কী আসলেই তাদের ক্রেতার ভরসা জায়গায় যথাযথ নিরাপদ বৈদ্যুতিক তার প্রদানের ক্ষেত্রে সচেতন?
দৈনিক আমাদের কন্ঠের নিজস্ব প্রতিবেদক কিছুদিন আগে বৈদ্যুতিক তার নিয়ে একটি অনুসন্ধান করেন, তাতে গোপন ক্যামেরায় ধরা পরে বিআরবি ক্যাবলস এর নকল তার তৈরির কার্যক্রম দক্ষিন কেরানিগঞ্জের একটি অবৈধ ও নামবিহীন কারখানায়। পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গড়ে তুলেছে এক বিশাল বিআরবি ব্রান্ডের বৈদ্যুতিক নকল তারের কারখানা। এই নকল তার বাজারজাত করা হচ্ছে আসল বিআরবি ক্যাবলস ব্র্যান্ডের নামে। নকল বৈদ্যুতিক তার ব্যাবহারে জনসাধারণের জীবন কতটা ঝুঁকিতে আছে তা পূর্বের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।
বিআরবি ক্যাবলস ব্র্যান্ডের বৈদ্যুতিক নকল তার তৈরি হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ
বিআরবি ক্যাবলস এর নাম ব্যবহার করে এবং সাধারণ মানুষের ভরসাকে পুঁজি করে ব্যবসা করছেন এইসব অসাধু ব্যবসায়ী। যারফলে প্রতিনিয়ত বিআরবি ক্যাবলস প্রতিষ্ঠানের নামের প্রতি ভরসা করে প্রতারনার শিকার হচ্ছেন অতি সাধারণ মানুষেরা। বিআরবি ক্যাবলস প্রতিষ্ঠানকে এই বিষয়ে অবগত করা হলেও তাদের প্রাতিষ্ঠানিক পর্যায়ে টনক নরেনি কারো। এমনকি কোন প্রকার আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও তাদের ভূমিকা দেখা যায় উদাসীন ও দায়িত্বহীন।
এইভাবে তাদের ব্যান্ডের সরাসরি নাম ও মোড়ক ব্যবহার করে এবং জনসাধারণের ভরসাকে কেন্দ্র করে এই চরম প্রতারনার বিরুদ্ধে তাদের এমন উদাসীনতা কেন? এমন দায় এড়ানো কর্মকান্ডে আসলেই বিআরবি ক্যাবলস প্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষ ভরসা ধরে রাখতে পারবে কি? বি আর বি ব্রান্ডের নকল বৈদ্যুতিক তার ব্যবহারে মানুষের দৈনন্দিন জীবনে বড় কোন দূর্ঘটনা শিকার হলে, এ দায় কি নেবে এই প্রতিষ্ঠান?
নাকি শুধু টাকা খরচ করে চটকদার বিজ্ঞাপন দিয়ে তাদের ব্রান্ডের ক্যাবলসকে নিরাপদ বলে চালিয়ে দেওয়া পর্যন্তই তাদের মান নিয়ন্ত্রণের দায়ভার সীমাবদ্ধ? এছাড়াও জনসাধারণের মনে প্রশ্ন থেকেই যায় এমন নিম্নমানের ঝুঁকিপূর্ন ক্যাবলস তৈরি করা করাখানার সাথে বিআরবি ক্যাবলসের কী কোন যোগসূত্র রয়েছে অথবা কোন অতিরিক্ত সুবিধা নিচ্ছেন কি বিআরবি ক্যাবলস প্রতিষ্ঠান?