নিজস্ব প্রতিবেদকঃ
চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। তিনি বাংলাভিশনে সংবাদ পাঠিকা হিসাবে কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচিত্র শিল্পে তার অভিষেক ঘটে। এবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করলেন তিনি। অভিনয় ক্যারিয়ারে নয় বছর পূর্ণ করে তিনি নিজের প্রযোজনা সংস্থা ‘বিগ প্রোডাকশন’ প্রতিষ্ঠা করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে এই নতুন অধ্যায়ের ঘোষণা দেন তিনি। বুবলী জানালেন, তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘‘বিগ’’- যার পূর্ণনাম ‘‘বুবলী ইনোভেটিভ গ্রুপ’’।
ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি চাই সবাইকে নিয়ে কাজ করতে। এখানে প্রতিষ্ঠিত কলাকুশলীদের পাশাপাশি নতুনরাও থাকবেন। অনেকে হয়তো ভালো কাজ করেন, কিন্তু নতুন হওয়ার কারণে বড় কোনো কাজে সুযোগ পাচ্ছেন না। সেই শিল্পীদের নিয়ে কাজ করতে চাই আমরা’।
বিগ প্রোডাকশনের পরিকল্পনা জানিয়ে বুবলী বলেন, ‘আমি সিনেমার মানুষ, তাই সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে। কিন্তু সিনেমা বানানো অনেক বড় কাজ। এটির জন্য আরও অভিজ্ঞতা প্রয়োজন। তাই চলতি বছর নাটক, শর্টফিল্ম, মিউজিক ভিডিও বানিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই। যাত্রাটা শুরু হবে কোরবানি ঈদের নাটক নিয়ে। এর পাশাপাশি অন্যান্য কাজ আসতে থাকবে। বিগ প্রোডাকশন থেকে সিনেমা নির্মাণ করা হবে আগামী বছর। সে সময় বড় আয়োজন করে ঘোষণা দেওয়া হবে।’
অভিনয় শিল্পীদের প্রযোজনায় নাম লেখানোর ঘটনা নতুন নয়। এর আগে অপু বিশ্বাস, ববি হক, মাহিয়া মাহি সহ এ সময়ের কয়েকজন অভিনেত্রী প্রযোজনায় এসেছেন। এবার এই তালিকায় যুক্ত হলেন বুবলী।