মো. জহিরুল ইসলাম, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে এক ব্যাক্তি নিহতের ঘটনায় ষড়যন্ত্রমূলক স্থানীয় বিএনপি-জাসাসের তিন নেতা-কর্মীকে এবং মারামারি মামলায় জাসাসের এক কর্মীকে আসামী করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সোমবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভূক্তভোগীরা এ অভিযোগ করেন।
সম্মেলনে লিখিত বক্তব্যে শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা এলাকার কলেজছাত্র ও জাসাস কর্মী হাসিবুল হাসান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের একটি মামলায় স্থানীয় আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শ্রীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ, একই ওয়ার্ড ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক মো. সাখাওয়াত হোসেন এবং তাকে (হাসিবুল হাসান) আসামী করা হয়েছে।
অপর একটি মারামারির মামলায় জাসাসের সক্রিয় সদস্য মো: রাফিজ উদ্দিনকে জড়ানো হয়েছে। তারা দাবি করেন, স্থানীয় একটি কুচর্ক্রী মহল নিজেদের স্বার্থ হাসিল করতে তাদের আসামী করেছে।
সম্মেলনে ভূক্তভোগীরা ছাড়াও শ্রীপুর পৌর বিএনপির সহসভাপতি সফিকুল ইসলাম, সদস্য আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।