আমাদের কণ্ঠ প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ায় একটি মসজিদ নির্মানে বাধা প্রদানসহ দাতা-প্রতিষ্ঠাতাকে দেওয়া হচ্ছে প্রাণ নাশের হুমকী। বিষয়টি নিয়ে দাতা-প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ মোখলেসুর রহমান ভুইয়া বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও পাচ্ছেন কোন রকম প্রতিকার।
মসজিদটির দাতা-প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ মোখলেসুর রহমান ভুইয়া স্বাক্ষরিত ধর্ম উপদেষ্টা বরাবর প্রেরিত লিখিত অভিযোগের অনুলিপি দৃষ্টে জানাযায়, ২০১১সালে তারা ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধিন পাঘাচং গ্রামে একটি জামে মসজিদ নির্মান করেন। যার নাম দেয়া হয় আল বাইতুর মামুর সালাফি জামে মসজিদ। মসজিদটি বাংলাদেশ জমিঈয়তে আহলে হাদিস কর্তৃক পরিচালিত হয়ে আসছিল। মসজিদ নির্মান তারা নিয়মতান্ত্রিক ভাবে ৬শতাংশ জায়গা ওয়াকফ করেও দিয়েছেন।
দীর্ঘ এই সময়ে মসজিদটিতে মুসল্লি সমাগম বাড়তে থাকলে ২০২৪ সালের সেপ্টেম্বরে মসজিদটি সংস্কারের কাজে হাত দেয় কর্তৃপক্ষ। কিন্তু সেখানেই বাধ সাধে মাছিতা ইউনিয়ন ওলামা ছাত্র ঐক্য পরিষদ নামের ভিন্ন আকিদার লোকজন। তারা মসজিদ নির্মানে বাধা প্রদানসহ দাতা-প্রতিষ্ঠাতাকে প্রাণ নাশের হুমকী প্রদান করে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয় ডিসি,এডিসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দারস্থ হলে তারা ওলামা পরিষদের দায়িত্বশীলদের নিকট আলোচনার আহবান জানান। সুতরাং বিষয়টি নিয়ে মসজিদ কর্তৃপক্ষ বাংলাদেশ হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের দারস্থ হলে তিনি বলেন,আল্লামা সিরাজুল ইসলাম রাহেমাহুল্লাহ ও তাজুল ইসলাম রাহেমাহুল্লাহদের আদর্শের বাহিরে কোন প্রতিষ্ঠন বা মসজিদ নির্মান হবে না। সুতরাং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের তাগিদে মাননীয় ধর্ম উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্র্তপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন মসজিদ পরিচালনা কর্তৃপক্ষ।