ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের বিয়াল্লিশ্বর মল্লিকা সিএনজি পাম্প এর সামনে বিআরটিসি বাসের (ঢাকা মেট্রো ব- ১৫- ৬০২৩) চাপায় অটোরিকশাচালক মোহাম্মদ ফয়সাল মিয়া (২০), নিহত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
নিহত ফয়সাল মিয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর মধ্যপাড়া গ্রামের মৃত মাহফুজ মিয়ার ছেলে।
এছাড়াও অটোরিকশার দুইজন যাত্রী আহত হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ও স্থানীয় জনতা বিআরটিসি বাস এবং বাসের চালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম (২৭)কে খাঁটিহাতা হাইওয়ে থানায় আটক করে মামলা চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে।