ভাণ্ডারিয়ায় ঝাড়ফুঁক নিতে এসে ৭০ বছরের বৃদ্ধের মৃত্যু

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ঝাড়ফুঁক নিতে এসে মো. ফজলুর রহমান মোল্লা (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছে। মঙ্গলবার উপজেলার ৫নং ধাওয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রাজপাশা দরবার শরীফের পীরসাহেবের কাছে ঝাড়ফুঁক নিতে এসে তিনি মারা যান। মৃত ফজলুর রহমান পার্শ্ববর্তী ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের মৃত সিরাজ মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. জাকির হাওলাদার বলেন, লোকটিকে গাড়ি থেকে নামানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষন পর তার মৃত্যু ঘটে।

মৃতের স্বজন মো. আসাদুল ইসলাম জানান, তার ফুফা মঙ্গলবার ফজরের নামাজের পরেই হুজুরের কাছে ঝাঁড়ফুক নিতে বাড়ি থেকে রওনা করে আসে। পরে আমি সংবাদ পাই আমার ফুপা হঠাৎ গাড়িতে বসেই স্ট্রোক করেন এবং পরে মারা যান। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহম্মদ আনওয়ার জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে লোকটি স্ট্রোক করে মারা গেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, কিছুদিন পূর্ব থেকে ধাওয়া রাজপাশা দরবার শরীফের পীর সাহেব হাফেজ মো. নুরুল আমিন ঝাড়ফুঁক ও রুহানীর মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন অঞ্চল থেকে শত শত লোকে রুহানী চিকিৎসার জন্য এখানে আসেন বলে জানান স্থানীয়রা।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *