ভোমরা স্থল বন্দরে ৯০০ কোটিরও অধিক রাজস্ব অর্জন

আক্তারুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধিঃ

বৈষম্যহীন নীতি অনুকরণে স্মরণকালের রাজস্ব আহরণের রেকর্ড তৈরি হয়েছে সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরে। দখল আর চাঁদাবাজ সিন্ডিকেট বিলুপ্ত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ফিরেছে প্রাণচাঞ্চল্যতা বেড়েছে আমদানি রপ্তানি বাণিজ্য। পাশাপাশি অর্জিত হয়েছে বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রার অধিক রাজস্ব। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি ২০২৩-২৪ অর্থ বছরে ৮৫৩ কোটি ৯৯ লাখ টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ভোমরা বন্দরে।

চলতি ২০২৩-২৪ অর্থ বছরের শুরুতে জুলাই মাসে রাজস্ব অর্জিত হয় ৬০ কোটি ৮৬ লাখ ৭ হাজার ৫৫২ টাকা, আগস্ট মাসে ৮৮ কোটি ৩৬ লাখ ৭৩ হাজার ৮৩৩ টাকা, সেপ্টেম্বর মাসে ৪৭ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ৬৫৭ টাকা, অক্টোবর মাসে ৬৫ কোটি ২ লাখ ১৩ হাজার ৫১৪ টাকা, নভেম্বর মাসে ৭৯ কোটি ৬৬ লাখ ৬ হাজার ২৫৪ টাকা, ডিসেম্বর মাসে ৫৪ কোটি ৩২ লাখ ৫২ হাজার ৬৪ টাকা, জানুয়ারি মাসে ৪৮ কোটি ৮৪ লাখ ৯৫ হাজার ৮১৩ টাকা, ফেব্রুয়ারি মাসে ৬৩ কোটি ৩২ লাখ ৩৬ হাজার ২৬০ টাকা, মার্চ মাসে ১৬৬ কোটি ৪৮ লাখ ৭ হাজার ৪৬৩ টাকা, এপ্রিল মাসে ১১১ কোটি ৩০ লাখ ৫৮ হাজার ৫১৩ টাকা, মে মাসে ৬৯ কোটি ৬৩ লাখ ৬৩ হাজার ৫১৩ টাকা, এবং অর্থবছরের শেষ জুন মাসে ৫১ কোটি ৭৫ লাখ ৮৪ হাজার ৪৪৯ টাকা রাজস্ব অজিত হয়েছে। সুতরাং ২০২৩-২৪ অর্থ বছরে মোট ৯০৭ কোটি ৫৮ লাখ ১৭ হাজার ৮৮৫ টাকা রাজস্ব অর্জন হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রার অধিক ৫৩ কোটি ৫৯ লাখ ১৭ হাজার ৮৮৫ টাকা রাজস্ব অর্জন করতে সক্ষম হয়েছে ভোমরা বন্দর।

ভোমরা কাস্টমস সংশ্লিষ্ট এন্ট্রি শাখা থেকে এ তথ্য পাওয়া গেছে। এদিকে বন্দরের আমদানি – রপ্তানি বানিজ্য বৃদ্ধি সম্পর্কে জানতে চাইলে ব্যবসায়ীরা জানান, বৈশ্বিক মন্দা আর ডলার সংকটের কারনে এলসি ( ঋণপত্র) খুলতে না পারায় আমদানী -বানিজ্যে নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে।

তাছাড়া বিগত সময়ে সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের অর্থ ক্ষমতা লিপসু কথিত দখল – চাঁদাবাজদের নিয়ন্ত্রণে ছিল ভোমরা বন্দর। এমন কোন ক্ষেত্র ছিলনা যেখানে নৈরাজ্যের ছায়া পরেনি। দুর্বৃত্তায়নের কবলে পড়ে সাধারণ ব্যবসয়ীদের জীবন প্রবাহ ছিল প্রায় ওষ্ঠাগত। চাঁদাবাজদের প্রভাব বিস্তারে অধিকাংশ ব্যবসায়ীরা বন্দর ছাড়তে বাধ্য হয়েছে। এমনই দুর্বিসহ পরিস্থিতির মধ্যেও আমদানি রপ্তানি বাণিজ্য সচল রেখেছে ভুক্তভোগী আমদানিকারকরা। ভোমরা কাস্টমসের ডেপুটিকমিশনার মোঃ এনামুল হক জানান, বন্দরে সকল অনিয়ম, দূর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান,কোন অবস্থায় কাউকে ছাড় দেওয়া হয়না। তাই স্মরণকালের রাজস্ব আদায়ে রেকর্ড তৈরি হয়েছে সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *