মঠবাড়িয়ায় ইফতারের পর বের হয়ে নিখোঁজ স্কুলছাত্র, ধান খেতে মিলল লাশ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এজাজ চৌধুরী মঠবাড়িয়া প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইমরান হোসেন ধলু (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার সাপলেজা ইউনিয়নের বাদুরতলী গ্রামের একটি ধান খেতের পাশের নালা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত ইমরান উপজেলার বাদুরতলী গ্রামের মনির হোসেন আকনের ছেলে। স্থানীয় সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়তো সে।

ইমরানের চাচা ফারুক হোসেন আকন জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়িতে পরিবারের সঙ্গে ইফতার করেন ইমরান। ইফতার শেষে বাহিরে ঘুরতে বের হন তিনি। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেনি। রাতভর স্বজনরা তাকে খুঁজে পায়নি।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় কৃষকরা ধান খেতের পার্শ্ববর্তী একটি নালার পাশে ইমরানের লাশ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। পরে খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল হতে ওই স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্কুলছাত্রের মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement