মঠবাড়িয়ায় ডাকাত আতঙ্কে এলাকাবাসীর রাতভর গ্রাম পাহারা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এজাজ চৌধুরী, মঠবাড়িয়া প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদী তীরবর্তী কয়েকটি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে রাত নামলেই ডাকাতের আতঙ্ক বিরাজ করছে। বেশ কয়েকটি ডাকাতি ও চুরির ঘটনায় আতঙ্কে ঘুম নেই গ্রামবাসীর। আতঙ্কিত গ্রামবাসি জোটবদ্ধ হয়ে ডাকাতিরোধে রাত জেগে পালাক্রমে পাহারা দিচ্ছেন। সেই সাথে রাতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।তবে প্রতিরাতেই ডাকাতরা সুযোগ বুঝে নদী তীরবর্তী বেতমোর, সাপলেজা ও আড়াগাছিয়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে হানা দিচ্ছে।

গ্রামবাসীরা জানান, শীত এলেই ডাকাতির ঘটনা বেড়ে যায়। গত কয়েক দিন ধরে উপজেলা সাপলেজা, আমারাগাছিয়া ইউনিয়নে ও বেতমোর ইউনিয়নসহ আশপাশে বিচ্ছিন্নভাবে ডাকাতির ঘটনা ঘটেছে। গ্রামবাসী নিজেদের জানমালের নিরাপত্তার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ লাঠি, টর্চলাইট, বাঁশি নিয়ে রাত জেগে পাহারা দিচ্ছে।

ফলে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জেগে থাকছেন গ্রামবাসী।মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের ঝাটিবুনীয় গ্রামের তরুণ উদ্যোক্তা মো. নূরুল আমীন রাসেল জানান, গত ১০ জানুয়ারি উপজেলার সাপলেজা ইউনিয়নে একরাতের পৃথক পৃথক তিনটি গ্রামের চার বাড়িতে পালাক্রমে ডাকাতি হয়েছে। ডাকাতরা ঘরের দরজা ও জানালা ভেঙে প্রবেশ করে নগদ টাকা ও সোনা লুট করে নেয়। একরাতে চার বাড়িতে ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ডাকাতদল তাফালবাড়িয়া গ্রামের কৃষক জাকির হোসেনের আধাপাকা ঘরে অভিনব কায়দায় প্রবেশ করে। পরিবারের সকলকে বেঁধে নগদ ৭৪ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণ লুট করে নেয়।

তিনি আরও জানান, গভীর রাতে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়লে গ্রামবাসীদের সজাগ করতে মাইকিং করা হচ্ছে। অনেকে আতঙ্কিত হয়ে সকলকে সর্তক থাকতে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। গ্রামবাসীর সংঘবদ্ধ পাহারার পাশাপাশি পুলিশের টহল জোরদার করা জরুরি।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সংশ্লিষ্ট গ্রামগুলোতে রাতে পুলিশ পাহারা জোরদার করা হয়েছে। এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা টহল দিচ্ছি যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম জানান , সাম্প্রতিক কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। পাশের উপজেলার থানার সাথে যোগাযোগ করে প্রবেশ পথে পুলিশ টহল জোরদার করা হয়েছে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement