মঠবাড়িয়ায় পেশী শক্তির মাধ্যমে অবৈধ ভাবে জমি দখলের ঘটনায় থানায় অভিযোগ

বিশেষ প্রতিনিধি :  পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদের পূর্ব পাশে পৈত্রিক সূত্রে পাওয়া জমি পেশী শক্তির মাধ্যমে দখল করে বাড়ি নির্মাণ করছেন আ.লীগ প্রভাবশালী নেতা। বর্তমানে ওই বাড়ি নির্মাণে সহযোগিতা করছেন উপজেলা বিএনপির আহবায়ক মো. রুহুল আমিন দুলাল। ৪ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টায় পৌর শহরের নিউ মার্কেট ইসমাইল ম্যানসনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ইসমাইল হোসেন এ অভিযোগ করেন। ইসমাইল উপজেলার উত্তর মিঠাখালী (মাঝেরপুল) গ্রামের মৃত. হাজী সোনামুদ্দিন হাওলাদারের ছেলে।

লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলা পরিষদের পূর্ব পাশে জেএল-২১, এস এ খতিয়ান-৬৫, দাগ নং-১১১৪, মঠবাড়িয়া মৌজায় পৈত্রিক সূত্রে সাড়ে ১৪ শতাংশ জমি রয়েছে। আমার এ জমির পাশে জনৈক শহীদ ডাক্তারের নিকট থেকে ভান্ডারিয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম ৮ কাঠা জমি ক্রয় করেন। আ.লীগ সরকার ক্ষমতায় থাকা কালীন সময় পেশী শক্তির জোড়ে আমার জমিও বাউন্ডারী দিয়ে দখলে নেয়। ওই জমির ওপর বহুতল ভবন নির্মাণের কাজ করলে শুরু থেকেই আমি বাঁধা দিয়ে আসছি। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আ.লীগের ওই প্রভাবশালী গ্রæপ আত্মগোপনে যায়। এর পর আ.লীগ নেতার বাড়ি বাস্তবায়নের দায়িত্ব নেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহবায়ক মো. রুহুল আমিন দুলাল। তার আশ^াসে ০৩ সেপ্টেম্বর শ্রমিকরা পুণরায় কাজ শুরু করলে আমি ন্যয়ত প্রতিবাদ করলে শ্রমিকরা প্রথমে কাজ বন্ধ রাখে। সংবাদ পেয়ে উপজেলা বিএনপির আহবায়ক মো. রুহুল আমিন দুলাল এর অনুশারী মঠবাড়িয়া উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পদক রিয়াজুল ইসলাম রিয়াজ, পৌর স্বেচ্ছা সেবক দলের সাবেক সভাপতি খাইরুল আমীন পিন্টুসহ অজ্ঞাত ১০-১২ জন সন্ত্রাসী জমির কাছে গিয়ে আমাকে এবং আমার সাথে থাকা পৌর সভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছরোয়ার হোসেন সগীরকে অশ্লীল ভাষায় গালমন্দ শুরু করে। বেশী বাড়া-বারি করলে প্রাণে শেষ করে ফেলবো। আমি প্রাণ ভয়ে প্রথমে সেনা ক্যাম্পে গিয়ে বিষয়টি অবহিত করলে তারা থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেন। পরে আমি থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এসময় সন্ত্রাসীরা পালিয়ে যায়।

আমার বাঁধা প্রদানের বিষটি ভিন্ন খাতে প্রভাবিত করার উদ্দেশ্যে ওই নেতার অনুশারী উপজেলা স্বেচ্ছা সেবক দলের সাবেক সভাপতি ইসমাইল হোসেনের ব্যবহৃত অনলাইন পেইজ “এএম টিভি” এবং পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান ফিরোজ এর “এম২৪ টিভি ডট নিউজ ডট কম” নামে পেইজ থেকে আমাদের বিরুদ্ধে উদ্যেশ্য প্রনোদিত বানোয়াট ভিডিও সংবাদ প্রচার করে।

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) বলেন, মো. জিয়া উদ্দিন বলেন, ইসমাইল হোসেনের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

এব্যপারে উপজেলা বিএনপির আহবায়ক মো. রুহুল আমিন দুলাল তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, কেন্দ্রীয় নির্দেশনা রয়েছে কোন ব্যক্তি দখল বানিজ্য করলে বাঁধা দিতে হবে। ইসমাইল ও সগীর নামে দুই ব্যাক্তি সেখানে গিয়ে চাঁদা দাবী করেছিলেন। তাই আমার কর্মিরা বাঁধা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *