স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় রাতের আঁধারে নির্মাণাধীন পাকা ঘর ভেঙে ইট চুরি করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার মিরুখালী ইউনিয়নের ওহেদাবাদ গ্রামে।
স্থানীয় সুত্রে জানাযায়, মিরুখালী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন তার স্ত্রী হোসনে আরা’র নামে ১৫ বছর পূর্বে ৩০শতাংশ জমি ক্রয় করে ভোগদখলে ছিলো গত ২বছর ধরে মোয়াজ্জেম হোসেন ও প্রতিপক্ষ মৃত রমনী বেপারীর ছেলে শুভ বেপারীর সাথে বিরোধ চলে আসছে এবং স্থানীয়রা জানান পাকা ঘরটি মোয়াজ্জেম হোসেন নির্মান করতেছিলো তবে ১২ ও ১৩ নভেম্বর গভীর রাতে ঘরের ইট ভাংচুর করার শব্দ পেয়েছে।
এব্যাপারে মোকাম মঠবাড়ীয়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালত মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে প্রতিপক্ষ শুভ বেপারীকে বিবাদী করে একটি মামলা দায়ের করে মামলা নং- ৯২৭/২৪।
মোয়াজ্জেম হোসেন বলেন, আমার নির্মাণাধীন পাকা ঘরটি শুভ বেপারীর ঘরের সামনে অবস্থিত এবং এখানে টিন শেডের আমার ঘর ছিলো আগে দুই দুই বার সেই ঘর আমার প্রতিপক্ষ শুভ বেপারী ও তার সন্ত্রাসীরা মিলে ভেঙে ফেলেছে ।
তিনি আরও বলেন, গভীর রাতে আমার এই পাকা নির্মাণাধীন ঘরটির আবারো শুভ বেপারী চারপাশ থেকে ভেঙে ফেলেছে আমি এর সঠিক বিচার চাই। ১ ও ২ ডিসেম্বর শুভ বেপারী আবারও নির্মাণাধীন পাকা ঘরটি ভেঙে ইট চুরি করে নিয়ে যাওয়ার সময় দেখতে পায় বাধা দিলে মোয়াজ্জেম হোসেনকে বিভিন্ন হুমকি ধামকী দেয় শুভ বেপারী।
এব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এর কাছে জানতে চাইলে সাংবাদিকদের জানান লিখিত অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।