মঠবাড়িয়ায় সন্তানের জননীকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়ার জরিপেরচর গ্রামের লিমা আক্তার নামে এক সন্তানের জননীকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা হয়েছে। আহত লিমা আক্তার মঙ্গলবার বাদী হয়ে জরিপেরচর গ্রামের মজিদ হাওলাদারের পুত্র মোঃ ফরিদ হাওলাদারকে প্রধান ও মাহমুদ কাজীকে ২নং আসামী করে থানায় মামলাটি দায়ের করেছেন।

মামলায় এজাহার নামীয় ৬জন সহ অজ্ঞাতনামা আরো ৩-৪জনকে আসামী করা হয়েছে। মামলায় বাদী উল্লেখ করেছেন, ৪নং আসামী মোঃ ইউনুছ তার সৎ ভাই। অন্যান্য আসামীরা তার দলীয় লোক। আসামীদের সাথে জমিজমা নিয়ে লিমার দীর্ঘদিন ধরে বিরোধ চলমান। বিরোধকে কেন্দ্র করে গত ৭ মার্চ কতেক আসামীরা লিমাকে পিটিয়ে গুরুত্বর জখম করে।

এ বিষয়ে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ১৯ মার্চ ওই অভিযোগ অগ্রগতি জানার জন্য থানায় যান এবং থানা থেকে বাড়ি ফেরার পথে রাত দশটার দিকে লিমার বাড়ির সম্মুখ ইট সলিং রাস্তায় পৌঁছামাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা বিবাদীরা চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন।

মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম তালুকদার মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement