আমাদের কণ্ঠ প্রতিবেদক:
কেরাণীগঞ্জের জিনজিরা ইউনিয়ানাধিন মডেলটাউন আবাসিক এলাকার অত্যাধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান মডেল ইসলামিক স্কুল আ্যান্ড মাদরাসার শিক্ষার্থীদের শিক্ষা প্রদর্শনী, হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও বাৎসরিক ওয়াজ মাহফিল অনষ্ঠিত হয়েছে। গতকাল (১৮ ডিসেম্বর) বুধবার বিকেল থেকে শুরু হয়ে এ ওয়াজ মাহফিল চলে রাত পর্যন্ত।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. রুহুল আমীনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ইসলামিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা ইব্রাহীম খলিলুল্লাহ ফয়েজী। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিভাইন টাচের চেয়ারম্যান তাকিবুর রহমান মোল্লা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন রাজধানীর বংশাল থানাধিন মুকিম বাজার জামে মসজিদের খতিব মুফতি রাফি বিন মুনির হাফিজাহুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বয়ান করেন, হাফেজ মাও:মুফতি আব্দুল হক বিন নূর,হাফেজ মাও:মুফতি ইমদাদুল্লাহ নাজেরী ও হাফেজ মাও:মুফতি আব্দুর রহমান সানী।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সন্তুষ্টি টাওয়ারের সত্বাধিকারি আকতার হোসেন হীরা, প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক মো.আরিফুল ইসলাম, হাফেজ মাওলানা মো. মনিরুল ইসলাম,মাওলানা মো.সালাহউদ্দিন,মো.সাইদুর রহমান প্রমুখ। এছাড়াও শিক্ষার্থী-অভিভাবকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।