সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চারটি বিরল প্রজাতীর তক্ষক ও তক্ষক রাখার ৩টি ঝুড়ি সহ একজন গ্রেফতার।গতকাল শুক্রবার নান্দাইল উপজেলার চরশ্রীরামপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তক্ষক আসামির মোঃ রবিন মিয়া। রবিন ঐ গ্রামের আসকর আলীর ছেলে বলে পুলিশ জানায়।
ওসি আবুল হোসেন জানান, পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে ডিবির এসআই রাজীব তালুকদার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে শুক্রবার নান্দাইলের চরশ্রীরামপুরে অভিযান চালায়। অভিযানে গ্রেফতারকৃত রবিনের বসত বাড়ির সামনে থেকে চারটি বিরল প্রজাতীর তক্ষক ও তক্ষক রাখার ৩টি ঝুড়ি সহ অবৈধ বন্যপ্রাণী সহ মোঃ রবিন মিয়াকে গ্রেফতার করে। শনিবার তাকে আদালতেপাঠিয়েছে পুলিশ।