মাগুরায় বিএনপি’র নেতৃবৃন্দের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময়   

মাগুরা প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে  মাগুরা জেলা বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ৩টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় এবার জেলার ৫১৭টি পূজা মন্ডপে সুষ্ঠ, সুন্দর ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গা পূজা উদযাপনের লক্ষ্যে ব্যাপক আলোচনা করা হয়।

সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী, মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম নেতা আলী আহম্মদ, মনোয়ার হোসেন খান, খান হাসান সিরাজ সুজা, এ্যাড. রোকনুজ্জামান, পৌর বিএনপির আহ্বায়ক মাসুদ হাসান খান কিজিল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন, জেলা যুবদলের সভাপতি মোঃ ওয়াসিকুর রহমান কল্লোল, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও জেলা কৃষক দলের আহ্বায়ক রুবাইয়াত হোসেন খান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম।

এ বছর মাগুরা সদর উপজেলায় ১৯৭, শ্রীপুরে ১৩৫, শালিখায় ১২০ ও মহম্মদপুরে ১০২ টি পূজা মন্দিরে দূর্গা পূজা উদযাপন হচ্ছে।

মতবিনিময় সভায় পূজা উদযাপন পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি এডভোকেট সনজিৎ কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক রাজেশ চন্দ্র গোপাল।

এছাড়া ও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার,

শালিখা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শীতাল, মহম্মদপুর পূজা উদযাপন পরিষদের স্বপন কুমার সিংহ, সদর উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবলু ঠাকুর।

মতবিনিময় সভায় পূজা উদযাপন করতে মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার নিশ্চিয়তা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *