আমাদের কন্ঠ ডেস্কঃ
মানসিকভাবে ‘চাঙ্গা’ ও ফুরফুরে মেজাজে আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ।
লন্ডন থেকে তিনি সাংবাদিকদের জানান, ইতোমধ্যে ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শে যেসব পরীক্ষা করা হয়েছে, সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসা দেয়া হচ্ছে। পাশাপাশি পরিবর্তন আনা হয়েছে চিকিৎসার মধ্যে। আরও পরীক্ষা নিরীক্ষা করার পর, পরবর্তী ধাপগুলো কোনটা কখন কীভাবে হবে তা নির্ধারণ করা হবে।
জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন জানান, পুত্রবধূ জুবাইদা রহমানের হাতের রান্না করা চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন খালেদা জিয়া। ডায়াবেটিসের কারণে নিয়মিত ভাত না খেলেও মাঝেমধ্যে অল্প খাচ্ছেন তিনি। এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে লন্ডনে গিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
উল্লেখ, গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া। পরদিন বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি। এরপর তাকে সেখান থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন।