মানহানির ৫ মামলায় খালাস পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ মঙ্গলবার সকালে সিএমএম আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন।
এ বি সিদ্দিক ও একজন সাংবাদিক কয়েক বছর আগে বিভিন্ন অভিযোগ তুলে পৃথক পাঁচটি নালিশি মামলা করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে। সেই ৫ মামলায় খালাস আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। বিচারক তা আমলে নিয়ে ৫ মামলা থেকে তাকে খালাস দেন।
আইনজীবী মাসুদ আহমেদ জানান, হয়রানি করতে মিথ্যা মামলা দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। এসব হয়রানিমূলক মামলা থেকে খালেদা জিয়াকে খালাস দেওয়ার জন্য আদালতের কাছে পৃথক পৃথক আবেদন করা হয়। আদালত খালেদা জিয়ার আবেদনগুলো মঞ্জুর করেছেন।